দূরে থাকা আর কাছে পাওয়ার ব্যবধানে
উপলব্ধিগুলো  বাতাস হয়ে উড়ে যায়
সময়ের পরিমাপ তুমি কমালে
কাছে যাওয়ার আনন্দটুকু
চোখের আড়ালে  টপটপ করে জল পড়ে


তখন অতীত স্মৃতি মনে পড়লে
ভারাক্রান্ত হয়ে উঠি তোমার সেদিনের চোখের জলে।


রোজ রোজ তোমার মনে পবিত্রতা কমে গেলে
আমি জানতে চাই! মন খারাপ করে!
তোমার অসুখ বাড়তে থাকে।  স্নেহের টানও...
তুমি অন্য পরিসেবায় মুগ্ধ
প্রতিদিন তোমার ধীরে ধীরে ওজন কমতে থাকে
তোমার মতো আমারও মন আছে
যেখানে পিতার স্নেহ ঢেলে দাও
আমি নিরপরাধ জেনেও
তবুও
আমাকে দূরে সরিয়ে রাখো
দু:খ পাই
কেবলই বাবার কাছে গেলেই
সেই দু:খ হজম করতে পারি।