মানুষের পরিচয় কেবলই ব্যবহার
যা মুখে  সমুদ্র  এসে বসে
তার মনে খালের কথা ভাসে
মুখ আর মন কেবলই  অভিনয়ে দক্ষ
সহজে যে মানুষ
আবেগে ভেসে যায়
অভিনয়ের সুকৌশলে
সত্যিই  মুখে সমুদ্রের ঢেউ এনে দেয়
তবুও  মুখে স্নেহের কথা বলে
ভালবাসার স্বপ্ন  দেখায়
অথচ  দিন শেষে রাত হলেই
সমস্ত  কথার শর্ত ভুলে যায়

আসলে যে যেমন চরিতের
তা রাত গভীর হলে বোঝা যায়...