যেমন তোমার ইচ্ছা করে
সকাল সন্ধ্যা হলে
তোমার যত মুখের ভাষা
আমায় দাও বলে।


সকাল সন্ধ্যা রাত হলেই তুমি
বিরক্তিতে ভরা
আমায়  আর লাগে না ভালো
বন্ধুর প্রেমে হারা


মাঝে মাঝে ইচ্ছা করে
তোমায় কাছে  রেখে
দেখি কেমন ছোট্ট নদী
চলছে এঁকে বেঁকে।


ইচ্ছা করে চড়ুই শালিক
ওদের ছানাগুলো
রাতের খাওয়া সাঙ্গ করে
কেমন করে শুলো।


দেখতে ভারী ইচ্ছা করে
তোমার মুখটি খানি
কুকুর ছানা মনে করে তুমি
দূরে সরিয়ে দেবে জানি।


বাতাস কেমন গাছের সাথে
খেলছ লুটোপুটি
ইচ্ছা করে আমিও গিয়ে
হই ওদের জুটি।


মনে করো না আমি তোমার
কোলের ছোট শিশু,
পড়া-টড়া বুঝিনা আমি
জানিনা বাবাকে  ছাড়া কিছু।