জীবনটা অন্যরকম নিশির আলোয়
আর ভুবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে,
সংসারের ধোঁয়াময় ছোট্ট উঠোনে
ফুটে উঠা কুসুমের মতো প্রজাপতি আনতে।
একটুও দেরি করে না
এই জীবন,
বিষম আঘাতে আহত হতে হতে নিহত হতে চায়
নিজের জীবন ঝুঁকি নিয়ে অন্যের ডাকে সাড়া দেওয়া এই মন।


তবুও অনেক আশা, বেথ্যা বেদনায়
কাতর আহ্বানে ডাকছে মৃত্যু নামের সঙ্গিটা,
কে জানে কোনদিন উড়ে যাবে
বন্ধ পিঞ্জরে আবদ্ধ হওয়া অবুঝ পাখিটা।


_________________________
রচনা স্থানঃ রামপুর বগীবিল, লক্ষীমপুর (আসাম)
রচনা কালঃ ইং  22 মার্চ 2024,
                   ৮ চৈত্র, ১৪৩০.