(১)
               অনাদি কালের কণ্ঠের গান
       দুপুরের সময় শুনতে পেলাম সুদূর বনে,
          সেই অবিনাশী সুরে স্পর্শ করে প্রাণ
         হৃদয়ে বাজায় বাঁশি বাজায় এই মনে।


           সেই গানটিতে ছিল জীবনের মায়া
         ছিল ভালোবাসার মানুষটির অনুভূতি,
         তাইতো আমায় খেলছে নিয়ে ঐ ছায়া
           প্রেমিক নামের অতি প্রিয় প্রকৃতি।


   মুঘল এর সৌন্দর্যের প্রতি ভালোবাসার প্রতীক
         তাজমহলের রূপে রসে প্রেমের ধারা,
        জগত করেছে ধূসরিত পার্থিব প্রেমিক
         উদ্ধাসিত করে অনুভূতি ফুলে ঝরা।
____________________________
(প্রথম ভাগ, ১ম অধ্যায়)