ওহে বিদেশী মন আর কত দিবি জালাতন,
তোর জালাই সহেনা আমার অবোজ মন।
সধু উড়ে বেড়াই আকাশে পাখীর মতন।
আজ এই খানে পরিচিত,
মনের যত ছিল আশা-নিরাশা
ধূলি-বালির সাথে হয়েছে মিলিত।
শুধু আধা মরা হয়ে চলছে এই জীবন,
আর কত দিন থাকবে
আমার পরাধীনতার বিদেশী মন।
এই জীবনে বিচারে শুধু একটু সুখ
তবু পাইনা সুখের মূখ দেখিতে,
শোকের অতিথি এই মন দুখীনি জীবন
ভেসে যায় নদীর পানীতে।