বিনামূল্য দুঃখ কষ্ট
এনেছি রাখবেন কি তবে?
হরেকরকম কষ্ট নিয়তি নিয়ে
এসেছি হকারি করতে এই ভবে!


কষ্ট নিয়ে নষ্ট হবে এই জীবন
দুঃখের উত্তাপে জ্বলে ছারখার হবে সব,
থাকবে না কেউ থাকবে না আর
সুখের আলো ছড়ানো বিলাসী মতলব।


বিনামূল্য দুঃখ কষ্ট
এনেছি রাখবেন কি ভাইয়া?
এর বিনিময়ে লাগবে না কিছু
করতে হবে না স্নেহ দয়া।


কষ্ট নিয়ে নষ্ট হবে
বিবিধ রঙের রঙ্গিন সংসার,
সুখ বলতে থাকবে না কিছু
শুধুই দুঃখে শোকে হবে পারা-পার।


বিনামূল্য দুঃখ কষ্ট
এনেছি এই পার্থিব জনম ধরায়,
অনেক রকম বেথা বেদনা
আছে আমার কাঁধের ছিঁড়া বস্তায়।