দিন শেষে রাত হলো
আঁধার কেটে রাত পোহালো
তবুও ঘুমন্ত অবস্থায়
মরুর দেশের পাখিগুলো,


কেন এতো ঘুমায়
আমাদের বনের পাখিগুলো
তারা কি জানে,
কাদা রাস্তার উড়ছে ধুলো।


কেন জানি শুনি না পাখিগুলোর
আজ থেকে পনের শ বছরের পুরনো ঢাক,


তুমি কি জানো হে ঘুমন্ত পাখি!
আজ বিশ্বজুড়ে জাগ্রত হয়েছে
কাচা মাংস ভক্ষণ করা কালো কাক।


তুমি বুঝবে, তুমি খোঁজবে
তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বয়ে
নদী হবে আর তার থেকেই জন্ম হবে
বিষাক্ত জলের জলাশয়।।