কি বলবো আর নাই যে নিস্তার
ক'ত অন্যায় অত্যাচার চলছে
আঘাতপ্রাপ্ত সুধী সমাজে,


কে করবে কার বিচার
সবাই যে স্বার্থের দোলনায় দোলছে
কথাটা সত্যি হলেও বলবে অনেকে বাজে।


মানুষ কান্দে বসে একমুঠো অন্নের জন্য
পেটের দায়ে ক'ত কারবার করে
রঙে রঞ্জিত ভিন্নতার এক বেশে,


তাইতো বলি এ জীবন তুমি অন্যান্য
থাকো তুমি রাস্তার ধারে অথবা কাড়ে
আধুনিক দুনিয়ার আজব দেশে।


নাহি বুঝি কোনো কিছু মুর্খ হয়ে গেলাম
জ্ঞানের বোঝায় মাথা ভারি
নাকি ব্যার্থতার সূত্র জানা নেই আমার,


সুখের বদলে দুখ, কি আর পেলাম
এ জীবনের শুধু একটি বাড়ি
তবুও করেছি ক'ত মেরামত হয়েছে যখন ছারখার।


পরিবেশের আবহাওয়ার মতো খবর
প্রভাতের দৈনিক পত্রিকায়
বড় লেখা দিয়ে শুরু হয় শিরোনাম,


দেশের দুর্নীতি চান্দাবাজ ধান্দাবাজ তুফান আর ঝড়
সবই চার হোটেলের এক কোনায়
কিন্তু বাতরি কাগজে বাজে লোকদের নাম।