(০১)
জীবনটা অন্যরকম,
নদীর সাজে মানব সমাজে
সংসারের উচু পাহাড়ে ঝরে ঝর্ণার মতো;
সবুজের ধরায় নিয়ে জনম
বাদক হয়ে ঢোলক বাজে সুখ-দুখ সবার মাজে
জীবন তোমার মহিমার রঙ যে কতো!


বুঝতে আর বাকি নেই
জীবন তুমি কার সমার্থক
কোন কালে, বসেছ কোন বৃক্ষের ডালে;
রাস্তার ফুটপাত মানেই
তোমার একটি স্তবক
ধরেত্রী জননির কোলে।
____________________
রচনা স্থানঃ ওরাং বস্তি, লক্ষীমপুর (আসাম)
রচনা কালঃ ইং  21 মার্চ 2024,
                   ৭ চৈত্র, ১৪৩০.