জীবন চলছে কোন সেই পথে
মালি সেজে ফুলের মালা গেঁথে
গান গেয়ে কোকিলের  সুরে
চলছে জীবন যাচ্ছে বহুদূরে।


হয়তো একদিন হারিয়ে যাবে
নয়তো অচীন দেশের দুয়ার পাবে
তবু ভাটির ঘাটে আসবে না আর
চলছে যেহেতু মানবে না সে হার।


পাহাড় পর্বত, সাগর মহাসাগর
সকল পেরিয়ে দুর্লভ অজগর
যাবে সে একদিন অচীন হিমালয়
চলছে যদি আসবে না আর বোধহয়।


হারানো সুখ ফিরিয়ে আনতে
শেষ সীমানার ঐ এক প্রান্তে
যাচ্ছে নাকি জীবন নামের পাখি
যাচ্ছে যদি ফিরে আবার আসবে নাকি।