আমাকে কেউ ভালোবাসিনি
কেউ ভালোবাসতে চাইনি কখনো!
এই মানবপুঞ্জে কোথাও কোনো খানে
আদর করে না তারা আমায় ঘিন্না করে এখনো।
ভাবতে গেলে অবাক লাগে
নিজেকে যে আর কতো প্রশ্ন করবো,
কোন কালে নিব বিদায়
না ফিরবার দেশে কোনদিন যাবো?
অনেকে ভাববে আমি হয়তো আবেগে
বলতেছি এই জীবনের তৃষ্ণা মেটাতে,
না, আবেগে নয় গো বিবেকে বলছি
সত্যি বলছি গো বিধির এ ধরাতে।
হ্যা, আমাকে কেউ ভালোবাসে না
করে না আদর সমাদর স্নেহ মমতা,
তাইতো আমার এই জীবনে
রয়েছে সাগরের গভীরতা আর শূন্যতা।
ভালোবাসার কথাটা বলছি এই জন্যই
যার জন্য পৃথিবী অচল,
যার মধ্যে লুকিয়ে আছে
শক্তি মহাশক্তির একতার বল।
অনেক দিন আগের কথা
সেদিন ছিল এই আকাশের রং কিছুটা কালো,
মেঘের আদর পেয়ে নীলিম আকাশ
কিছুটা মুটামুটি ভালো।
তবে হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল
মুক্তির নিশানা দেওয়া একটুখানি কাপড়,
নদী ছিল কিন্তু জল ছিলনা
শুধু কাঁদা আর সাদা বরণের বালুচর।
রাজপথে আর খেলার মাঠে
তরুণ তরুণী এবং বৃদ্ধ ফুলগুলো,
হতভাগার মতো তাকিয়ে ছিল
সেই ধূসর হয়ে যাওয়া বনের পাখিগুলো।
সেই দিনটা ছিল আমাদের
সকলের এক মুক্তির দিবস,
সেই দিনটা ছিল আমাদের
তিতা মুখে মিষ্টি মধু কুসুমের রস।
সেদিন বলেছিলেন গুণি জনে
আমাদের প্রতিনিধিরা,
এটাইতো সেটা যাকে আমরা বলি
ভালোবাসা অথবা প্রেমের ছড়া।