(০১)


প্রিয়তমা তুমিতো জানো
আমি কবির কিছুই নাই,
আছে একটা মাত্র পুরাতন ডায়েরি
যা দেখি সবই লিখেছি তাই।


তুমিতো জানো আমার প্রতিটা সুখ
অশ্রু ঝরানো দুঃখের মর্মান্তিক ইতিহাস,
তাইতো তোমায় ভালবাসি এতো
করি যে অন্ধের মত বিশ্বাস।


প্রিয়তমা তুমিতো জানো
আমি কোথায় থাকি কোন গ্ৰামে ঘর,
তোমার অন্তরে বেঁধেছি বাসা
চিরদিন থাকতে চাই সেথায় অমর।


রচনা স্থানঃ ডিজু-রামপুর, আসাম
রচনা কালঃ ইংরেজি ২১-০২-২০২৪