জীবন নিয়ে অনেক লিখেছি ডায়েরির পাতায়,
লেখক হয়ে কোনো এক রাতে অথবা সন্ধ্যায়।
জীবন নিয়ে রচনা লিখেছি পাহাড়ের মতো উচুঁ,
এখন শূন্য থেকে শূন্যতায় নাই যে আর কিছু।
অনেক আশা সপ্ন নিয়ে এসেছি বিধির এ ধরায়,
সুখের বদলে পেয়েছি দুঃখের বোঝা যাত্রায়।
সুদূর অতীতে সেই রজনী প্রভাতে এসেছি একা,
দেখেছি দরিদ্র আমার ধরিত্রীমাতা ধুসরে ডাকা।
আকাশের গর্জনে কেপেঁ উঠেছে এই ভুবনেশ্বর,
সেইদিন দেখেছি ধূলিময় আমার ছোট শহর।
দাদাঠাকুর নাম রেখেছিলেন ছাইফ উদ্দিন বলে,
শেখ বংশে জ্বলেছে প্রদীপ ভরে গেছে ফুলে।
বাবা আমায় বলেছিল এই পৃথিবীর ইতিহাস,
যা জানতে আগ্রহী নয় বরং যন্ত্রনার দীর্ঘ নিঃশ্বাস।
বাবা বলেছিল আমাকে এদেশের প্রতিটা গান,
যা শুনতে কুলির কহু কহুর মতনই জেন্ত প্রাণ।
এবার কোনো এক সময় গিয়েছিলাম ঘুরতে,
বন্ধুরা সবে বলে যাসনা সেথায় মরুর ঐ প্রান্তে।