আশা নিয়ে বসে আছি
পার্থিব সংসার পার্কে নিরবতাকে সংগে নিয়ে,
মনকে অনেক প্রশ্ন করে যাচ্ছি
জীবনের খাতার গল্পগুলো দিয়ে।


কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি
আবেগে দুচোখের জলে বুকের ওপর প্লাবন,
হৃদয় পাহাড়ে যন্ত্রণার উদগিরণ হতে হতে
ধূসরিত ধুলো দিয়ে ভরে গেল জীবন।


কিন্তু কেউ কোনোদিন আমাকে
দেখিয়ে দেয়নি বেছে থাকার আধারের পথ,
জীবন চলছে অনেক বাধা বেদনায়
অসীম দুখের তাড়নায় নিয়ে অনেক শপথ।


হ্যা, এই রজনী ধরার সংজ্ঞা জানতে
আমাকে হতে হবে ধরেত্রী পাঠক,
নয়তো সব সপ্ন ধ্বংসের পথে হবে বিলীন
নতুবা হবে সবই পলাতক।


কেউ হয়তো বলেছিল
আবেগ আর বিবেক দুটো একই পরিবেশের,
নারীকে রাণী বলা যেতে পারে
তবে সব হিসেব তো শেষের দিকের।


কেউ আবার লিখেছিল
নারীকে রাণী বলতে পারি নিজ সজ্জিত সংসারে,
তবে অতি সহজেই দিতে রাজি নয়
রাজ্যের শাসন শোষণ করার ক্ষমতা তারে।


তবুও নারী এলো আলোর প্রতিফলন
কোনো এক রাজ্যের সম্রাজ্ঞী যুগ যুগ ধরে,
অন্যরকম ক্লান্ত পিপাসায় অবিরাম ভালোবাসা
নারী তুমি কোকিলের সুরে যাচ্ছ বহুদূরে।