মধু গন্ধ আকর্ষণে অবেলায় ধাই
অন্ধ বেগে তোমার সৃষ্ট উদ্যানে।হায়,
কোথা বসি; ফুল-ফল-পাতা-বোঁটা-শাখা,
সব ভর্তি মধুলোভীদের ভীড়ে।পাখা
শুধু উত্তুঙ্গ হয়ে,সানন্দে নড়ে ধীরে
মৃদু-মন্দ-পবনে।হতাশ তবু ভীড়ে
মিশে গেনু দলে,খুঁজি একটুকু স্থান,
যেখানে সম্ভব হবে কাম্য মধু পান।


নাই কোনও স্থান এ বিশাল উদ্যানে
মোর তরে। বিফলতা এল এ ভ্রমণে
শুধুই।যবে ফেরার উদ্যোগ নিয়েছি,
সহসা শূণ্য এক স্থানে মাত্র গিয়েছি,
ধ্বনি এল কানে,হেথা নয় অন্য স্থানে।
আপনারে যোগ্য কর আগে গুণে-মানে।