শ্বাসরোধকারী মাৎস্যন্যায়ে
অগত্যা কাঠবিড়ালি হয়ে
ক্ষুদ্র কণা বয়ে চলি।


গুরুদের বাক্য ও আশিস
মাথায় রেখেই ক্ষীণ কণ্ঠে
সেই কথা গুলি বলি।
হালকা মিঠে জ্যোৎস্নায় নয়,
দৃপ্ত ভাস্করের আলোকেও
কেন এত অন্ধকার?
  
রাজদণ্ড হারিয়েছে কবে,
তবু নীতিগুলি আছে পড়ে,
তাই কি এত বিকার?