পেরিয়ে গেলো হলুদ ছোঁয়া,
দেখিনি আজও কোনে।
সাবরিনা ছাড়া আর কোনো মেয়ে
ঠাঁই পাবে না মনে।


মায়ের কথায় করছি বিয়ে,
বুকভরা যন্ত্রণা।
বুকের মাঝে আজও শুধুই
আছে যে সাবরিনা।


কাজি সাহেব খুৎবা দিলেন,
বললাম তব "কবুল"।
চার সাক্ষী সামনে রেখে,
দেনমোহর হলো উসুল।


ধর্মীয় রীতি শেষে এবার
রেজিষ্ট্রেশনের পালা,
রেজিস্ট্রেশন শেষ হতেই
বদল হলো মালা।


ঘোমটা তুলে আমায় ডেকে
বললো, "ওগো শুনো,
তোমার ছিলাম, তোমার আছি,
তোমারই থাকবো জেনো।"


চোখ তুলে তব তাহার দিকে
চেয়ে দেখি আমি একি!
এ যে আমার প্রাণের প্রিয়
হারিয়ে ফেলা সখী।


জড়িয়ে ধরে হাজারো কথা
বললো সাবরিনা।
অপেক্ষা আজ শেষ হলো যে
ঘুঁচলো সব বেদনা।