কয়েক বছর কেটে গেলো
কলেজ জীবন শেষ,
আজও তাহার খোঁজ মেলেনি
এখনো নিরুদ্দেশ।


এখনো এই মনের মাঝে
আঁকি তাহার ছবি,
ডুববে নাকো কোনোদিন এই
ভালোবাসার রবি।


সেই যে কবে, আধযুগ আগে
দেখেছি সাবরিনাকে,
এখন হয়তো হলেও দেখা
চিনবে না আমাকে।


ভার্সিটিতে যাওয়া-আসায়
হাজারো মুখ দেখি,
তাদের মাঝে সাবরিনাকে
খোঁজে আমার আঁখি।


ভার্সিটিতে কখনো আমি
যাই নীলক্ষেত দিয়ে,
কখনো আবার একটু ঘুরে
এলিফ্যান্ট রোড হয়ে।


ভার্সিটিতে প্রথম দিনে
হচ্ছিলো তাকে স্মরণ,
যখন পেরোই "মুক্তি ও
গণতন্ত্র তোরণ"।


ভিসি চত্তর, হাকিম চত্তর,
দোয়েল চত্তরের বাঁকে,
কার্জন হলেও মনে পড়ে যায়
শুধুই সাবরিনাকে।