একমাস গেলো, দুমাস গেলো,
গেলো তিনটি মাস।
চাইছি আজও সাবরিনাকে,
সেই যে মনের আশ।


সকাল, বিকেল, রাত্রিবেলায়
সাবরিনা থাকে মনে,
তার নামটাই মনের মাঝে
সাড়া দেয় ক্ষনে ক্ষনে।


হাঁটতে হাঁটতে গেলাম একদিন
সাবরিনাদের বাড়ি,
থাকেনা সেথা, অনেক আগেই
গিয়েছে এ গ্রাম ছাড়ি।


হাঁটছি আবার বাড়ির পথে,
ভাবছি তব মনে,
হবেনা বুঝি কোনো কথা আর
কোনোদিন তার সনে।


গ্রাম ছেড়ে সে গিয়েছে কোথা,
জানেনা কো তা কেহ।
যন্ত্রণা আর কষ্টে ভরা
ভালোবাসার মোহ।


চাকরিতে তার বাবার বদলি
হয়েছে ক'মাস আগে,
জননী তাহার ছেড়েছে ভুবন
কি জানি কোন রোগে।


জানতে পারলাম, নয়কো ঝিয়ে,
অভাবী নয়কো সে।
সব করেছে আমার মোহে,
আমায় ভালোবেসে।


তার কণ্ঠের মধুর ভাষা
বাজছে শুধু কানে,
নিঝুম রাতের স্মৃতিগুলো
ডুকরে উঠছে মনে।