সাবরিনা আসে রোজই
প্রতিদিন হয় দেখা।
কথাগুলো সব গুছিয়ে বলে,
কণ্ঠ মধুমাখা।


রোজ সকালে দেখি তাকে
নিত্য-নতুন সাজে,
হাঁটলে তার ওই পায়ের নূপুর
ঝুনঝুনিয়ে বাজে।


শুধিলাম তাকে, কোথায় বাড়ি
কোন গাঁয়ে বাস করে।
এই গাঁয়েতেই আবাস তাহার,
জানালো প্রত্যুত্তরে।


তাকে ঘিরে মনের মাঝে
জ্বলছে প্রেমের আলো।
দেরি না করে বলেই দিলাম,
বেসেছি তাকে ভালো।


একটু হেসে বললো আবার,
"দেখো আমায় চেয়ে।
তুমি থাকো অট্টালিকায়,
আমি কাজের ঝিয়ে।"


চুপটি করে গেলাম সরে,
বসলাম গিয়ে ফাঁকে।
হঠাৎ আমায় বললো ডেকে,
"ভালোবাসি তোমাকে।"


বললাম তব, বলো না মিছে,
করিনি অভিমান।
ভালোবাসা, ভালো লাগা
সবই বিধাতার দান।


চোখ জুড়ে তার হাজারো কথা,
এলো না মুখে বুলি।
বললো না আর কোনো কথা,
সাবরিনা গেলো চলি।