তাম্মিকে নিয়ে মনের মাঝে
স্বপ্ন হাজার হাজার,
সে থাকলে লাগে না কিছুই
হোক তা পান বা আহার।


তাম্মি যখন মিষ্টি সুরে
শোনায় আমায় গান,
ছুটি পায় আমার সকল কর্ম
খাওয়াদাওয়া বা স্নান।


পড়াশোনায় মন বসে না
তাম্মি মনের মাঝে,
কঠোর কথায় সে আমাকে
কাঁদায় মাঝে মাঝে।


একদিন তব সাঁঝবেলাতে
তাম্মি আমায় বলে,
"প্রেম আর না, বন্ধু থাকি।
যাবো না কভু ফেলে।"


ঘন্টাখানেক আমার চোখে
ঝরে অশ্রুবারি,
বললো তব, "ছিলাম, আছি
থাকবো তো তোমারই।"


গেলো কিছুদিন, ডিসেম্বরের
শেষটা এলো চলে,
"আড়াই মাস পরে হবে কথা",
তাম্মি গেলো বলে।


দিন কেটে যায় রাত্রি পেরোয়
মনে তাম্মি তুমি,
তোমায় ছাড়া কলিজা আমার
জলহীন মরুভূমি।


শুরু হলো সেই আড়াই মাসের
রাত বারোটা থেকে,
চোখ দিয়ে যে গড়াচ্ছে জল
মনে তোমায় এঁকে।