হয়নি দেখা তাম্মির সাথে
সামনা-সামনি কভু,
নতুন বছর শুরু হবে যে
দে হবে না তবু?


বাস্তবে তাকে দেখার ইচ্ছে
চলছে অনিমেষ,
দেখতে তাকে যাচ্ছি চাঁপাই
ডিসেম্বরের শেষ।


কাশিনাথপুর স্টেশানে
চাঁপাইয়ের টিকেট নিয়ে,
কল করলাম তাম্মিকে ফের
চাঁপাই স্টেশন গিয়ে।


পথিমধ্যে তাম্মি আমায়
কল করেছে কবার,
বলেছে আমায়, "বাড়ি ফিরে যাও,
এসোনা খবরদার"।


আমি যে তখন নাছোড়বান্দা,
করতেই হবে দেখা।
রহনপুরে তাম্মির সাথে
হলো তব দেখা।


হাত রাখলাম তাম্মির হাতে
চিমটি কাটি নিজ গায়ে,
স্বপ্নে নাকি বাস্তবে আজ
হাত রাখলাম ওর গায়ে!


স্বপ্ন নয়কো, বাস্তবতা
চললাম কিছু পথ,
যেতে হবে বাসায় ফিরে
চললো যে রেলরথ।


ছিলো না আমার ইচ্ছে কোনো
বাড়ি ফিরে যাবার,
পরের স্টেশনে নেমে যাই ফের
চৌডালা যাই আবার।


ছদ্মবেশে ঘুড়ছি আমি
সাংবাদিকের বেশে,
খুঁজতে খুঁজতে তাম্মির বাসা
পেয়ে গেলাম শেষে।


ডাকলাম তাকে ফোন কর করে,
❝সরাও পর্দাখানা।❞
আমায় দেখে তাম্মি যেন
হয়েছে বাক-অজানা।


রাত কাটালাম পরের ঘরে
ছদ্মবেশী রূপে,
ফজর হতেই ওযু করতে
চাপ দেই নলকুপে।


শুরু হলো আজ নতুন বছর
শুরু হলো জানুয়ারি,
মুনাজাতে চাইছি যেন
থাকে সে জীবন জুড়ি।


কল দেয় ও, দেখা হয় ফের
যাই কিছুপথ সাথে,
তারপর কাটে একলা সময়
শিশিরভেজা প্রাতে।


সাংবাদিকের বেশে কাটে
আনন্দময় বেলা,
গড়াচ্ছে দিন, এবার আমার
বাড়িতে ফেরার পালা।


তাম্মির সাথে ফের দেখা করে
পা রাখি ফেরার পথে,
রেলগাড়িতে স্মৃতিময় পথ
বাড়িতে ফিরি রাতে।