বাচ্চাগুলো ডাকে বিমুখ সমাজকে,
বলছে তারা, “জাগো, জাগো!
চোখ মেলো, আর ঘুমিয়ো না,
আমরা তো শুধু আশ্রয় খুঁজি না!”
চোখ বুজে খুঁজি বাবার ছায়া,
কে দেবে স্নেহ? কে বলবে মায়া?
মা-পাখি উড়েছে বহু দূরে,
বাবা ছাড়া তারা পড়ে আছে দুর্বিষহ সুরে।
পৃথিবীটা কি এতই নিষ্ঠুর?
একটুখানি হাসিও লাগে দুর্লভ?
বাচ্চাগুলো চায় সামান্য সুখ,
তবু সামর্থ্যবানদের নজর সেদিকে বিমুখ।
তাদের চাওয়া এতই কি লোভ?
শিখুন দাঁড়াতে, তাদের পাশে এক ধাপ,
আপনাদের সন্তানের এক দিনের খাবার,
তাদের এক সপ্তাহের নির্ভাবনার স্বপ্নসাপ।
---
✍️ ~ তুর্ণা
চট্টগ্রাম কলেজ
(লিখাটি বাস্তব চারটি শিশুর জীবন সংগ্রাম দেখে লেখা, যাদের মা নেই, বাবা জেলে। তারা এক অনিশ্চিত ও কষ্টের জীবনে মিডিয়ার সামনে এসেছিলো। সময়কাল: ২০২৪-এর শেষের দিক।)