০২.০৯.২০২৩
আব্বুর ভাবনা
-সাবরিনা সাঈমা তুর্ণা
আমি সুখী,আদৌ কি আমি সুখী!?
ক্লান্ত আমি বড্ড ক্লান্ত!
আমার একটু বিশ্রামের প্রয়োজন,
আমি বড্ড হাপিয়ে গেছি!
সূর্য উঠে আর ডুবে
একটি দিনের অবসান ঘটে।
আমার জীবন থেকে ও এভাবে একেকটা দিন ক্ষয়ে ক্ষয়ে পড়ে!
কিন্তু আমার জীবনের দুঃখগুলোর কি এভাবে অবসান ঘটতে পারেনা!?
সেই কবে মায়ের পাশে বসে একটু গল্প করেছিলাম
আমার মনে পড়েনা!
বাবার সাথে হাটতে হাটতে বাজারে গিয়েছিলাম
আমার মনে পড়েনা!
আমার বাবা নেই আজকে,বাবাকে দেখিনা ৪ টা বছর হতে চলল!
এই যে আমার বাবার কথায় বলি,
যখন সুখের সময় এলো,দুখের সময় গেলো
তার আয়ুও পুরোল,একেবারে চোখ বুঝে
এই দুনিয়া থেকেই বিদায় নিল।
আজকে বুঝি বাবা হওয়ার কষ্ট
ছেলেমেয়েদের মানুষ করে,সংসার সামলিয়ে তাদের উপর দায়িত্ব দিয়ে
নিজের সুখের সময়ে নিজেই বিদায় নিব হয়ত
আমার বাবারই মত!
✍️-তুর্ণা