রাখব রোজা,পড়ব নামাজ,পড়ব তারাবী
রমজান মাসটাই পুরো বছরে শ্রেষ্ঠ ক্ষণ হিসেবে বিবেচনা করি।
বার্ষিক গতির পরিক্রমায় আবার রমজান মাসে
রমজানেরই রোজার ক্ষণগুলোর হলো আগমন
হলোনা শুধু আম্মু আব্বু ভাইদের মধুর আলাপক্ষণ গুলোর দর্শন
বিগত বছরটাই যা ঘটেছিলো তা শুধু আমার কাছে এখন স্মৃতিচারণ।
আমি এখন নতুন পরিবেশে
নতুন মানুষদের সাথেই কাটাবো সময় বেশিক্ষণ
দিনশেষে পড়াশোনার জন্যই আমার এত বিসর্জন।
হে প্রভু রাব্বুল আলামিন তোমার কাছেই ফরিয়াদ করি
এ মাসের উছিলায় আমাদের যত পাপতাপ মুছে
মনে সঞ্চার করে দিও ইলমে দ্বীন।
আমরা পাপী,আমাদের পাপকে মোছন করি
দিওগো প্রভু নিষ্পাপের খাতায় নাম লিখি।
তুমিইত জানো প্রভু অন্তরে আমাদের কি চলমান
এই মাসে অন্তত আমাদের অন্তর থেকে যত জাগতিক চিন্তা মুছি
তোমার দরবারে দিও পরম মমতায় আশ্রয়।
(১১.০৩.২০২৪
✍️-তুর্ণা
চট্টগ্রাম সরকারি কলেজ
এইচএসসি ২৫)