এই দুনিয়ায় সবার চেয়ে মিষ্টি কোন ভাষা?
সে যে আমার বাংলা ভাষা, আমার বাংলা ভাষা।
কোন ভাষাতে পরান খুলে মনের কথা বলি?
সে যে আমার মায়ের মুখের মিষ্টি মধুর বুলি।
এই ভাষাতে রবীন্দ্রনাথ হলেন বিশ্ব কবি,
জীবনানন্দ খুঁজে পেলেন রূপসী বাংলার ছবি।
বাংলা ভাষায় বিদ্রোহী হলেন নজরুল,
সাম্যের গান গাইলেন দুলিয়ে ঝাঁকড়া চুল।
এই ভাষাতে ফজলুল হক হলেন বাংলার বাঘ,
বঙ্গবন্ধু বজ্র কণ্ঠে দিলেন স্বাধীনতার ডাক।
বুকের তাজা রক্তে কেনা এই ভাষার মান
তাইতো আমি গেয়ে যাই বাংলা ভাষার গান।