তেইশ বছরের শাসন, শোষণ আর বঞ্চনা,
এমন নজির ইতিহাসের কোথাও পাবেনা।
রুখতে তাদের বঙ্গবন্ধু দিলেন যখন ডাক,
কিশোর, যুবক, বৃদ্ধ সবাই নামল ছেড়ে হাঁক।
বাংলা মায়ের দামাল ছেলে অস্ত্র নিল হাতে,
শপথ নিল শত্রু মারবে ভাতে ও পানিতে।
কি ভয়ানক লড়াই হলো দীর্ঘ নয় টি মাস!
নদীর জলে, হাটে-ঘাটে-মাঠে লাশ আর লাশ।
ডিসেম্বরে এলো সেই কাঙ্ক্ষিত ক্ষণ,
পাক হানাদার বাহিনী করল আত্মসমর্পণ।
দিন টি ছিল ১৯শ একাত্তরের ১৬ই ডিসেম্বর,
হার মেনে নিল ৯৩ হাজার হায়েনা দখলদার।
মা-বোনের ইজ্জত আর লাখো প্রাণের বিনিময়,
হলো এদিন বাংলাদেশের বিজয় সূর্যোদয়।