সবাই বলে মোদের মাঝে জাতির পিতা নাই,
আমি দেশের সব খানেতে তাকেই দেখতে পাই।
ওই যে শোন নদীর জলের কুল কলু ধ্বনি,
সেথায় আমি জাতির পিতার নামটি শুধু শুনি।
ওই যে দেখ ভোরের রবি পুব আকাশে হাসে,
আমার চোখে জাতির পিতার মুখটি সেথায় ভাসে।
অমাবস্যার রাতের আকাশ তারায় ঝিকিমিকি,
জাতির পিতার চোখের জ্যোতি সেথায় আমি দেখি।
ওই যে শোন দখিনা বাতাস বহে শনশন,
আমি শুনি জাতির পিতার বজ্র কণ্ঠ সে ভাষণ।
জ্যোৎস্না রাতে কমল দলে চাঁদের আলোর মেলা,
জাতির পিতার মুখের হাসি সেথায় করে খেলা।
বাংলাদেশের খেটে খাওয়া যত মেহনতী-শ্রমজীবী,
সবার মুখেই দেখি আমি জাতির পিতার ছবি।