আহলান-সাহলান,
শাহরুল রমাদান।
বছর ঘুরে এলো ঘরে
মাহে রমজান।
নিয়ে এলো রহমত,
বরকত আর নাযাত,
দু-হাত ভরে লুটে নাও
হে মুমিন-মুমিনাত।
রোজাদারের পুরস্কার
আল্লাহ দেবেন নিজের হাতে,
তাইতো সবাই রোজা রাখি,
তারাবি পড়ি রাতে।
বেশি বেশি দান সাদকা
করে মুমিন-মুসলমান,
আত্মাকে শুদ্ধ করে
শুদ্ধ করে প্রাণ।
সংযমের শিক্ষা মোদের
দেয় মাহে রমজান-
আহলান-সাহলান,
শাহরুল রমাদান।