মায়ের কোলে শিশু হাসে
আকাশ কোলে রবি,
সমুদ্রে ঐ জাহাজ ভাসে
বসন্তে হাসে কবি।


বানর দোলে ডালে ডালে
ভ্রমর দোলে ফুলে,
হরিণ নাচে তালে তালে
সকল দুঃখ ভুলে।


টিয়েটা আজ হিয়ে সাজে
করবে বিয়ে আজ,
ময়না মুখে সুর বাজে
করছে নিজ কাজ।


চড়ুই  ভাবে মনে মনে
শুনলো নিজ কানে,
বিয়ে টা আজ টিয়ের সনে
সবাই তাহা জানে।


বাবুই বলে আমি যাবো
করবো কতো কাজ,
পিঁপড়ে সব দলে দলে
করছে নিজো সাজ।


যাবো যাবো নিয়ে যাবো
করবো মোরা খেলা,
এক হয়ে চলো সবাই
কাটবে সুখে বেলা।