সত্যের সন্ধানে চলি মোরা করি নাকো মিথ্যে ভয়,
সত্যকে আকরে ধরে, করবো মোরা পাহাড় জয়।


জাতি, ধর্ম নির্বিশেষে, থাকবো মোরা পাশে পাশে
এক হয়ে বলি, এক হয়ে চলি
যদি বিপদ আসে।


একতার ধরণী এটা, শত্রুর মুখে মারি ছাই,
বিভ্রান্ত করি শত্রুর মুখ, ঐক্য হতে শক্তি পাই।


মিত্র হবো শত্রুর সঙ্গে, যদি তারা শুধরায়
ভয় করি নাকো, ভয় পাই নাকো,
যে আইন অন্যায়।


তৃণ সম, নিচু থাকি মোরা, সত্য যদি পাশে রয়
বজ্রের ন্যায় প্রহার করি, শত্রু যদি মিথ্যে হয়।


মিথ্যে মিথ্যে জগৎ মিথ্যে, বলে যারা চিল্লায়
হুংকার করো,  মাথা ছিন্ন করো,
অগ্নি জ্বালো চিতায়।


চলি মোরা ন্যায়ের সঙ্গে, শক্তি মোদের অঙ্গে অঙ্গে
শত্রুর মাথা ছিন্ন করি, বিদ্রোহ করি ন্যায় ভঙ্গে।