নিরস্ত্র যোদ্ধা আমি,নেই কোনো অস্ত্রের বল।
সয্য করবো, যত করা যায়, আছে যত শত্রুর ছল।
বিনয়ী হয়ে বলছি শোন, নিজো বাড়ি ফিরে যাও
কষ্ট করো পরিবারের জন্যে নিজ হাতে খাদ্য যোগাওঁ
ফিরে যাও পুত্রের কাছে,
কন্যার কাছে, স্ত্রীর কাছে।
নয়তোবা,
এমন ভাবে উরিয়ে দিবো
আছে যাহা তুমার কাছে।
আমি এক শান্ত যোদ্ধা, নিরবে করি যুদ্ধ
বজ্রের ন্যায়, আঘাত হানবো
যদি আমি হই ক্রুদ্ধ।
শোনো ওগো নবীন যোদ্ধা
প্রস্তুত হও মোকাবিলার জন্য
অস্ত্র নয়, বস্ত্র রাঙ্গাতে
নইতো আমরা হিংস্র বন্য।
অস্ত্র আমাদের কবিতার শব্দ
শব্দ দিয়ে, শত্রুর হৃদয়, করবো স্তব্ধ।
শোনো আমার নবীন নেতা
খুলো আমার কবিতার পাতা,
শব্দ দিয়ে যুদ্ধ করো
তুমি এক শব্দ যোদ্ধা।
কি আছে! তুমার অই বন্দুকের বুলেটে?
একটি বুলেট একজনকে মারবে মোটে।
আমার কবিতার শব্দ শুনে,
আঘাত হানবে সহস্ত্র শত্রুর মনে।
ভয়ে তারা ফিরে যাবে,
আনন্দ করবে পরিবারের সনে।




কচুয়া, চাঁদপুর
২১/০৭/২০২২ইং