লোকের মুখে গল্প শুনি,
আমি নাকি অল্প জানি।
মনে রেখো কথা খানি,
নই কো আমি অভিমানী।


তোমরা যাহা বলছো মোরে
অপমান আর ক্রুদ্ধ সুরে,
রাগের বেগে করছো যারে
বহিষ্কার ঐ পথের মোরে।


তাহার আমি জবাব দিতে
করবো কাজ উঠবো মেতে
থামবো নাকো গরম শীতে
সবই করবো সফল হতে।


প্রভু তুমি কৃপা করে
শক্তি দাও মোর তরে
বিপদ যদি আসে ধারে,
জয় যেন করি তারে।


সফলতা বা বিফলতা,
সবই মোদের তরে গাথা।
কৃপা যদি করো পিতা,
ছিড়ব আগে Finish ফিতা।


মা গো তুমি দয়াময়ী
দয়া করলে হবো জয়ী
সফলতা আনবো আমি
জানে তাহা অন্তর্যামী।


পাছে লোকের কাছে বলি
তোদের কথা শোনার  জন্য
নই তো আমি কৌতূহলী।