খুব কষ্ট হচ্ছে,  খুব কষ্ট
বুকের ভিতরে নিদারুণ এক কষ্ট
ভারী হতে হতে আকাশটা ছেয়ে গেছে।
কালো মেঘে মুহুড় মুহুড় বজ্রপাতের রেখা
বুকটা ফেটে চৌচির করে নিচ্ছে।


খুব কষ্ট হচ্ছে, অব্যক্ত এক কষ্ট  
নেত্রদ্বয়ের ভারী বর্ষণে হয়তো বা
হৃদয়ের আকাশটা হালকা হতে পারতো
কি নিয়তি আমার!
খরায় সে জল ধারা দুটিও
যে শুকিয়ে গেছে আজ।
খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট,,