শুধু একটু অধিকার দাওনি  বলে,
এক নিঃশ্বাস দুরত্বে তোমাকে ছুঁয়ে দেখতে পারিনি,
তোমার মন খারাপের পাশে বসে স্বান্তনার বুলি আওড়াতে পারিনি।


শুধু একটু অধিকার দাওনি  বলে,
তোমার অভিমান গুলো স্পর্শ করতে পারিনি,
সেদিনে তোমার মৌনতার উত্তর লিখতে পারিনি।


শুধু একটু অধিকার দাওনি বলে,
হাসপাতালের করিডোরে তোমার শঙ্কার আস্তারণ ভেদ করতে পারিনি,
তোমার বিমূর্ত কষ্ট গুলো ছুঁড়ে ফেলতে পারিনি।


শুধু একটু অধিকার দাওনি বলে,
পড়ন্ত বিকেলে তোমার আঙ্গিনায় ঠাঁই করতে পারিনি,
বিশ্বাসের ডানা মেলে পাখিদের মতো ভাসতে পারিনি।


শুধু একটু অধিকার দাওনি বলে,
জোনাকির মতো আপন আলো জ্বালাতে পারিনি,
মিলনের অনির্বাণ কাব্য লিখতে পারিনি।


অধিকারেই সে তোমাতে একাকার,
আমি আজি এপার ওপার!