যতদিন আছে পৃথিবী আছে আমার এ প্রাণ
আমি গাইবো শুধু গাইবো আমার প্রেমের সে গান
আমি ডাকবো তোমায় ডাকবো
না না চাইবো না কোন প্রতিদান
শুধু শোনাতে চাই আমার এ প্রাণের গান।


সাগরের মোহনায় নদী ছোটে
আমি ছুটেছি তোমার তটে
তুমি টতনীর মতো যাও বয়ে
আমি পথ হারায় তোমাকে খুজে হায়
খুজে ফিরি তোমায় ক্ষণে ক্ষনে আনমনে
আমি কী যাবো নীভে এ যাতনা সয়ে!


জানি তুমি হাজার ফুলের ভিড়ে
তোমার আপন কোন ভ্রমরের নীড়ে
শুনছো আপন মনে গুনগুনিয়ে গান।
তুমি কি শুনতে পাও নীরবে কাঁদে আমার এ প্রাণ?
তোমায় ভালোবেসে জানি আমি যাবো ভেসে
তবুও কাদবো হেসে যদি একবার দেখ এসে।
অমর প্রেমের সে অভিধান।