আমি কবিতা লিখতে আসিনি
এ জীবন রিক্ত, কবি ও কবিতার প্রাণের আবেগ আমি বুঝতে পারি না।
আমি কবিতা পড়তে আসিনি
এ জীবন দগ্ধ, কবি ও কবিতার নির্মল বিশ্বাসে আমি চোখ রাখতে পারি না।
আমি কবি হতে আসিনি
এ জীবন ভ্রষ্ট, কবি ও কবিতার প্রদীপ্ত শিখায় আমি স্বপ্ন দেখতে পারি না।
স্মীথ থেকে মার্কস, পূর্ব থেকে পশ্চিমে,
মাঝখানে দীর্ঘ সময়ে, দীর্ঘ পরিক্রমায়
কতো তত্ব,কতো কথ্য, কতো সত্য
নিরন্তর ছুটে চলা পথে
সব কিছু পিছনে ফেলে
আমি আমার আর আমিত্বের শিকলে বন্দী,
রুদ্ধ মানবতা!
ছোট ছোট অনুভূতি, অতৃপ্ত প্রাণের আকুতি
ঝরে পড়া স্বপ্ন, সুপ্ত আর্তনাদে
কে বা চাইবে শুনতে জীবনের ছোট্ট একটি গল্প!