জন্ম আমার গঙ্গা যমুনায়
এই মেঘনার প্রান্তময়
আমি বাঙ্গালী মানবতার মৌয়ালী
এই আমার পরিচয়।


ওপারে ধর্মতলা এপারে আগরতলা
মাঝখানে কাঁটাতারে রক্তাক্ত হৃদয় হারে
কতো কথা হয় না আজ বলা!
তবুও সহস্র পথ পাড়ি দিয়ে
কবিতার শিরোনামে ভাষার টানে।


প্রাণের উদ্দামে মিলেছি প্রাণে প্রাণে।
অভিমানে অনুরাগে আপ্লুত আবেগে
ছুটে এসেছি প্রাণের দাবী নিয়ে,
আমার অস্তিত্বের সন্ধানে
প্রথিত শিকড়ের বাহনে।

বাংলা মায়ের সন্তান আমি
বাংলা আমার ভাষা
বাংলার বুকে থাকবো সুখে
এটুকুই শুধু রেখেছি আশা।