হতভাগা নির্বোধ এক বর্গাচাষী আমি
বছরে বছরে নয়
বলতে হয় প্রতি দিন খাজনা দিতে হচ্ছে,
আরেকটুখানি সহজ করে বললে,
প্রতিটি মূহুর্তে খাজনা চুকাচ্ছি,
অথচ কোন ফলন নেই, ফসল নেই,
কোন শস্য নেই
এ কেমন ভূমি চাষ করছি আমি?


হতভাগা নির্বোধ এক বর্গাচাষী আমি
দিন নয়, মাস নয়, বছরের পর বছর ধরে
এ কোন হৃদয়ভূমি আবাদ করে চলেছি আমি?
বয়সের ভারে নয় হতাশার অমানিশায়
হৃদয়টা আট নূজ্জ্য হয়ে পড়েছে!
মনটা আজ সত্যিই বড্ড ক্লান্তিতে ভরে উঠেছ।
এবার বুঝি নিজের কাছে
নিজের ক্ষমা চাওয়ার সময় এসেছে।


ক্ষমা করো হে জীবন, ক্ষমা করো হে মন
তোমাদের টানাটানিতে নয় আর রক্ত ক্ষরণ!