হিমালয়ের চোখে আমি বেঁধেছি কালো কাপড়
নায়াগ্রার প্রবাহে খেলেছি ডুব সাঁতার
নক্ষত্রের বুকেও ঠুকেছি দিয়াশলাই।
উত্তল সমুদ্রের গহ্বরে মরণ থাবায় উন্মত্ত থেকেছি
প্রখর সুর্যের চোখে চোখ রেখে
আমি মিটিয়েছি মনের ঝাঁজ
সবুজ ঘাসের বুকে স্বপ্ন এঁকে,
কাশফুলের শুভ্র কেশে উড়েছি হাওয়ায় হাওয়ায়!
কী আশ্চর্য! ভাবতেই নিঃশ্বেষ হয়ে যাই,
অথচ এই আমি
আমার নাকের ডগায় থাকা
তোমার হৃদয় বন্দরে নোঙ্গর করতে পারিনি,
পারিনি তোমার চোখে চোখ রাখতে!