মনে আছে দিলারা
আমি একটি কবিতা চেয়েছিলাম
তুমি ক্ষনে দিলে এক মহাকাব্য,
তোমার দ্বি-পাপড়ির কেশরে
কোন এক ভ্রমর আপন মনে
সেই কাব্য রচনা করে,
নিতম্বের প্রতিটি ভাঁজে ভাঁজে ডানা ঝাপটায়
নাভিপদ্মে ডুবে তোমার প্রহেলিকায় হারায়
বোধ হারায় বক্ষ বিভাজিকায়।
তুমি দক্ষিণে তৃণাধান্য বায়ুর ঘোরে,
অদূরে আমি জ্বলন্ত সিগারেটা ধরে,,,,
--জানা নেই কোন গন্তব্য!