তোমার চৌহদ্দি পেরিয়ে
গহীন মনের অরণ্যে
নিতান্তই খেই হারিয়ে
দিকবিদিকশুন্য আমি এক পাপী।
তবুও নিত্য চিঠি লিখে যাই
তোমার মনের ঠিকানায়,
কতো আলোকবর্ষ দুরত্বে
কোন নক্ষত্র পুজ্ঞে তোমার বসবাস,
গেল পঁচিশটা বছরে
কি একটি পত্রও পাওনি?
আমি শেষ নিঃশ্বাস অবধি
লিখতে থাকবো, লিখতে থাকবো
প্রখর সূর্যদীপ্ত উত্তাপে,
শেষ বিন্দু রক্ত পর্যন্ত,
তোমার শুভেচ্ছা বার্তা না পাওয়া অবধি,
নিতান্তই সেটা আমার পরম অধিকার।
আমার বিশ্বাস
তুমি বিশ্বাস ঘাতকতা করতে পারো না!