এ বুকেও উষ্ণতা ছিলো,ছিলো ভালবাসা,
এ চোখেও স্বপ্ন ছিলো,ছিলো শুভ সৃষ্টি।

এ হাতেও গোলাপ ছিলো,ছিলো মুঠোয় ভরা  বিশ্বাস,
এ নীড়েও জোস্না ছিলো,ছিলো মমতায় মোড়ানো উঠান।

শুধু ছিলো না আমার নিয়তি!
ছিলো না,,,,,

ময়না রে,তুই কী পেলি ওই শালুকের বুকে,ঢেঁড়স গাছে লুকিয়ে !
ময়না রে, তুই কী পেলি ওই আরুম টাইটানে,ধূষর আস্তাবলে!

ময়না রে, তুই কেন ছিনিয়ে দিলি আমার অবলা সে নিয়তি!
ময়না রে,,,,