সূর্যমূখীর মুখ খানা
প্রভাতের প্রথম আলোয় নয়,
জ্বলেছে বোমা বারুদের আগুনে,
দোনেস্ক থেকে ক্রামতোর্স্ক সর্বত্রই,
ওডেসা থেকে ডিনিপারের তীরে
শুভ্র বরফে ঝরছে রক্তের ধারা,
কৃষ্ণসাগর থেকে আটলান্টিকে
বইছে হিংস্রতার কালো ধোঁয়া।
সভ্যতার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
বাজারদরে উল্কার মতো পড়ছে মিসাইল,
জীবনের পাতা লেপ্টে আজ খুলছে
নিত্য নতুন হিসেবের খাতা,
লগ্নি পুজির নগ্নতায় আজ
দেখি মানবতা নিজেকে হারায়,
হিসেবের খেলায় বেহিসেবী খরচে
ঝরছে হাজারে হাজার প্রাণ,
সকলেই আজ সওদা করে,
মানবতা বাজার দরে,
কিয়েভ পুড়ছে, পুড়ছে কাবুল থেকে কাশ্মীর,
জ্বলছে দামেস্ক থেকে জেরুজালেম,
হিসবের নতুন খাতায় খুলছে নতুন নতুন বাজার,
কাঁচের পেয়ালায় প্রতিটি ঢোকে যেন
গিলছে সাচ্ছা শিতল রক্ত,
তৃপ্তির ঢেকুর তুলে
সে যেন এক নির্মল ঠাট্টা!