মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে
তুই তার জীবন্ত উদাহরণ নন্দিনী!
সাহারা মরু সিক্ত হয়েছে এ চোখের জলে,
বুকের আর্তনাদে হিমালয়ও চোখে মেলেছে,
তবুও পারিনি তোর হৃদয় ভেজাতে।

আকশের তারা গুলো নির্বাক হয়েছে,  
চাঁদও নিদারুণ কষ্টে লুকিয়ে,  
রাতের আধারও আহ্লাদের চাদরে জড়িয়েছে,
নন্দিনী, শুধু তোকে পারিনি বোঝাতে।
মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে নন্দিনী!