বড্ড অনিয়মত হয়ে দাঁড়িয়েছে জীবনটা
বুঝে উঠতেই পারি না
কখন যে মেঘ জমে
কখন যে হটাৎ বজ্রপাতে হৃদয়টা পুড়িয়ে নেয়।


অতপর চোখের কোণে দু'ফোটা লোনা জলে
বুক চিরে শীতল একটি দীর্ঘশ্বাস উদগীরণে
নির্বোধ এক অভিমানে
সমগ্র পৃথিবী যেন ঝাঁকুনি খায়!


তীব্র অভিমানে ঠোঁট ফুপিয়ে ফুপিয়ে
এখন আর কেউ বলে না,
এতক্ষণে কোথায় ছিলে!


অধিকারের বলয়টা যেন এখন
মরচে পড়া এক রেললাইন
কোন কম্পন নেই, নেই কোন অভিমান,
তুমি কি শুনতে পাও না
নির্মল সে হাহাকারের প্রতিধ্বনি!