রাতের নিস্তব্ধতায় নিরব কামনায়
আকাশে মেঘ মল্লিকার মেলায়
জোৎস্নায় স্নাত শুক তারার লুকোচুরি খেলায়,
হয়তো তুমি খোলা চুলে
ঝিরঝিরে রাতের বাতাসে
কোমল স্পর্শে বাতায়ন ধরে
দীঃশ্বাস ফেলে হয়তো বা নিজেকে ভুলে,
কাঁদিয়ে প্রাণ অজান্তেই গাইছো এ গান;


'আকাশ  তো এতো নয়
নয় দুরে চাঁদ তারা
যতটা দুরে তুমি আর আমি
এ যেন দিবস ও রাতের ধারা।


এক নিঃশ্বাস দুরত্বে
তোমার আমার বসবাস
পাইনা তবুও
তোমার ছায়া শীতল মায়া
জীবনের একি পরিহাস।
বলো এমনটা কি করে হয়
এমনটা কি করে হয়।


জানি খুজে ফেরো আমায়
ঐ খোলা জানালায়
তোমার চোখের আঙ্গিনায়
হৃদয়ের কোনায় কোনায়।
আকাশ তো,,,,"