অবুঝ শৈশবের কোন এক দুরন্ত সে অসময়ে
হয়তো বা নির্বোধ নিয়তির নির্মম পরিহাসে
হয়তো বা ভুল নক্ষত্রের ভুল হিসেবে
হয়তো বা কোন এক হেয়ালির ছলে
একটু অনুরাগ দিয়েছিলে।


সেই থেকে জন্ম নেওয়া ভালবাসা
কখন শেকড় থেকে শিখরে,মরু পারাবার দিগন্ত পেরিয়ে,,,,,
আমি যে বুঝতে পারিনি!
এ দেহ মনে আজ যে ভার
বলি তা বহনের দায় কার?
আজ অস্তিত্ব আমার নিঃশ্বেস হয়ে ধারণ করছে সেই তোমাকে।
আজ সমগ্র সত্বা আমার বিলিন হয়ে লালন করছে সেই তোমাকে।


দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বলি তারে,
সে মমতায় তোমাকে জড়াতে পারিনি,
পারিনি ভালবাসার সে রিক্ততায় সিক্ত হতে ।
বড্ড অসহায় আমি!
কাকে বলবো, কে বুঝবে!
সে হৃদয়ের আবির্ভাব
এ পৃথিবীতে এখনো হয়নি যে,,,,