ময়লা লেগে ছিল চেহারায় আমার, বারবার আয়না ঘষছিলাম।
নিজের মধ্যে ছিল ত্রুটি আয়নার দোষ দিচ্ছিলাম।
নুন্তা ছিল আমার চোখে, পানির দিকে দেখছিলাম।
লবণ ছিল নয়নের জলে সমুদ্রের দোষ দিচ্ছিলাম।
অসুন্দর ছিল হাতের লেখা, কালি বাজে বলছিলাম।
পারিনা আমি লিখতে ভালো কলমের দোষ দিচ্ছিলাম।
মন্দ আমার ধারণা ছিল, দৃশ্যের কথা বলছিলাম ।
মনের ভিতর খারাপ পোষা চোখের দোষ দিচ্ছিলাম।
ভ্রষ্ট হয়েছি নষ্ট ঘরে, ভুল পথে হাঁটছিলাম।
জানিনা কোথায় লক্ষ্য আমার রাস্তার দোষ দিচ্ছিলাম।